1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫

মো: লালটু রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মো: লালটু রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা একাডেমির নিজস্ব চত্বরে গতকাল সকাল ৮টায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য আয়োজন— “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫”। পুরো একাডেমি প্রাঙ্গণ যেন উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে এ দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

এই আয়োজনে সম্মাননা জানানো হয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ দেশের নামকরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের। অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণের সময় শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস আর সাফল্যের হাসি।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন নবম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিস চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মো. আবু তালেব এবং
আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.বশিরুল আলম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন— তাসিন আবরার, মিসবাউল হক অনন, হামিম রেজা, তাফিয়া নুর অন্তি, নানজিবা রাইসা সিনথিয়া ও ইকবাল মাহমুদ সানভী। অভিভাবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিসবাউল হক অননের পিতা মো. এনামুল হক।
সংবর্ধিতদের মধ্যে ছিলেন—
২০২৪ সালের এসএসসি পরীক্ষায়: ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ১০ জন বৃত্তিপ্রাপ্ত।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায়: ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ-৫ অর্জন করেছে, এর মধ্যে ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য:দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ৭ জন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ২ জন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮ জন এবং ক্যাডেট কলেজে ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবকরা গর্বিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। সমবেত উপস্থিতি যেন বারবার হাততালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানে আলমডাঙ্গা একাডেমির পরিচালনা পরিষদের সকল সদস্য, উপদেষ্টা পরিষদ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সবার প্রাণবন্ত অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য শিক্ষাপ্রাণ উৎসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত