1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

গাবুরায় দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম গাবুরা প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা দ্বীপ ইউনিয়নের ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও এতিমখানার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

মাদ্রাসার সভাপতি জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অত্র মসজিদ ও মাদ্রাসার ইমাম আব্দুল্লাহ আল মামুন, সহকারী ইমাম রবিউল ইসলাম এবং ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম উপস্থিত ছিলেন।

 

আবু তালেব, সহকারী শিক্ষক, চাঁদনীমুখা পি.জে. আলিম মাদ্রাসা।

কামরুল ইসলাম, সাবেক সভাপতি, দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা।

জহির আলিম, সাবেক সভাপতি, ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

আবিয়ার রহমান, সভাপতি, স্থানীয় জামে মসজিদ।

মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাদ্রাসা পরিচালনা কমিটি।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, বর্তমান যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও কোরআনিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর তারা গুরুত্বারোপ করেন। একইসাথে আগামীতে মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ফলাফল ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পরীক্ষার সন্তোষজনক ফলাফলে শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত