1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করতে হবে সাতক্ষীরার পুলিশ সুপার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

 

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা ১১টায় ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এলাকার সর্বস্তরের মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন।

 

জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তি মজবুত করা। পুলিশ কোনো ভয়ের প্রতীক নয়, বরং সেবকের ভূমিকা পালন করতে চায়। এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই এবং সামাজিক অস্থিরতা রোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

 

তিনি আরও সতর্ক করে বলেন, “অনলাইন জুয়া ও মাদকের অপব্যবহার বর্তমান তরুণ সমাজকে ধ্বংস করছে। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই দ্রুত পুলিশকে অবহিত করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

 

উপস্থিত অতিথিবৃন্দ

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস‌এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ খালেদুর রহমান। সভায় পদ্মপুকুর ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং অপরাধমুক্ত, মানবিক ও সুন্দর সমাজ গড়তে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সব খবর সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক সাতক্ষীরা দিগন্ত বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকার নিয়ে আমরা আছি আপনার পাশে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত