ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দুই লক্ষ টাকা প্রাইজমানির ঐতিহ্যবাহী ‘ইউনিয়ন কাপ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। শনিবার (২৭ ডিসেম্বর) শ্যামনগর মহসিন কলেজ মাঠে অনুষ্ঠিত এই জমকালো ফাইনালে মুন্সীগঞ্জ ইউনিয়নকে পরাজিত করে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্যামনগর পৌরসভা।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুন্সীগঞ্জ ইউনিয়ন। তারা নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। ৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্যামনগর পৌরসভা। এই জয়ের ফলে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের আধিপত্য বজায় রাখলো দলটি।
শ্যামনগর ইউনাইটেড ক্রিকেট একাডেমির সভাপতি জনাব শেখ গোলাম মোস্তফা সোহেলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা।
জনাব মো. রাশেদ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগর।
জনাব মো. খালেদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), শ্যামনগর থানা।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংগঠকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা বলেন, "সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ইউনিয়ন কাপের এই আয়োজন স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানির অর্থ তুলে দেন। পুরো মাঠ জুড়ে হাজারো দর্শক এই প্রাণবন্ত ফাইনাল উপভোগ করেন।
শিরোনাম: আরও জোরালো এবং তথ্যবহুল করা হয়েছে।
ভাষা: তথ্যের পুনরাবৃত্তি কমিয়ে মার্জিত শব্দ ব্যবহার করা হয়েছে (যেমন: 'গৌরব অর্জন', 'জমকালো ফাইনাল' প্যারাগ্রাফ: সংবাদটি পড়ার সুবিধার জন্য ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করা হয়েছে