মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারহানা আফরোজ বর্তমানে ভারতের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে শ্যামনগর পৌরসভা ৩নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ক্ষুদে হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, ফারহানা আফরোজ একজন ধর্মভীরু ও সহৃদয় নারী। তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন সবাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কিসমত আলী, সিনিয়র সহ-সভাপতি আলী মোর্তজা, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুলফিকার সিদ্দীক, আরিফুজ্জামান আরিফ, রায়হানুল ইসলাম, আকছেদুর রহমান বকুল, অয়েজকুরুনি আশিক, আব্দুল্লাহ আল মামুন লিটন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির লিটন, মোশাররফ হোসেন মিঠু, রাজকানী সেলিমসহ স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, একজন সহকর্মীর পরিবারের সদস্য অসুস্থ হলে তা কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি মানবিক ও সামাজিক দায়িত্বের বিষয়। সবাই দেশ-বিদেশ থেকে যেভাবে দোয়া ও সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও অসুস্থ ফারহানা আফরোজের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত শিশুহাফেজরা অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করেন।
স্বেচ্ছাসেবক দলের এই মানবিক আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।