গাবুরা প্রতিনিধি
সাতক্ষীরায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে আকতার হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম।
গতকাল মঙ্গলবার রাতে দেবহাটা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকতার হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের ফলজু মালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আকতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেন। সেই আইডির মাধ্যমে তিনি এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের একপর্যায়ে কৌশলে ওই কিশোরীর কাছ থেকে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নেন তিনি।
পরবর্তীতে নিজের আসল পরিচয় আড়াল করে ওই কিশোরীকে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং মানসিকভাবে হেনস্তা শুরু করেন। বিষয়টি ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার পুলিশকে জানালে অভিযানে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
সাতক্ষীরা সাইবার ক্রাইম টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরপর গতকাল রাতে দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে, যাতে ব্ল্যাকমেইলের প্রমাণ এবং ভুক্তভোগীর ছবি পাওয়া গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে দেবহাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বুধবার আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হতে পারে।
সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার এবং অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।