ইব্রাহিম গাজী সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ভোমরখালী বন টহল ফাঁড়ি এলাকার অভয়ারণ্যে অভিযান চালিয়ে কাঁকড়া ও মাছ আহরণের অভিযোগে ৮ জনকে আটক করেছে বন বিভাগ।
খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শামীম রেজা মিঠুর নেতৃত্বে সহকারী বন সংরক্ষক মহোদয়সহ একটি বিশেষ টিম সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে চারটি নৌকা, আনুমানিক ১০ কেজি কাঁকড়া ১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। পরে ধৃত ৮ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবন বিশ্বঐতিহ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।