মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ইভাঃ রুবেল গাইনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। ইভাঃ রুবেল গাইন, বিএমজেপির সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন কটছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার মন্ডল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইভাঃ রুবেল গাইনকে মনোনয়নপত্র তুলে দেন। সোমবার (২৯ ডিসেম্বর) নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিবেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি দলটির সভাপতি সুকৃতি কুমার মন্ডলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি আশাশুনি ও কালিগঞ্জের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং নির্যাতিত, নিপীড়িত জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা ৩ আসন থেকে রকেট প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।