পাবনা জেলা প্রতিনিধি
১৬ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাঁথিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সরকারী-বেসরকারী অফিস-প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিকদল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো পুপস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাতের লেখা ও রচনা এবং চিত্রাংকন প্রতিযোগীতা, শোভাযাত্রা, আলোকসজ্জা, আলোচনা সভা। দিবসের প্রথম প্রহর ও প্রত্যুষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন উপজপলা নির্বাহী অফিসার রিজু তামান্না সাঁথিয়া থানা ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম , সাঁথিয়া সহকারি ভৃমি কমিশনার আসিফ রায়হান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন। এসময় স্মৃতিস্তম্ভে নানা পেশাজীবি মানুষ মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও সাঁথিয়া থানা ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম কুচকাওয়াজ প্রদান করেন উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।