মোঃ মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড পশ্চিম জোন এই তথ্য নিশ্চিত করে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে পশ্চিম কৈখালী এলাকা দিয়ে একটি বড় মাদকের চালান পাচার হচ্ছে। এরই প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী-র একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালীন পশ্চিম কৈখালী এলাকা থেকে ৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। অভিযানে পাচারের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে একজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন গণমাধ্যমকে বলেন
"মাদকের করাল গ্রাস থেকে দেশের যুব সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই আপসহীন অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"