মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগরে উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবাগত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও কলম, যা ছাত্রদলের শুভেচ্ছা ও শিক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
https://youtube.com/shorts/eDo25BiOj90?feature=share
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টোকন সহ অত্র কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শিক ও সুসংগঠিত সংগঠন। এখানে সন্ত্রাস, মাদক কিংবা চাঁদাবাজির কোনো স্থান নেই।
তিনি আরও বলেন, এই সংগঠন শুধু রাজনীতির জন্য নয়, বরং জাতি গঠনে ভূমিকা রাখার জন্য কাজ করে। শিক্ষার্থীদের উচিত দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষায় সচেতন ভূমিকা রাখা।
মাসুদ পারভেজ টোকন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থেকেছে। আমরা নবীনদের আহ্বান জানাই—এসো, সাবই মিলে সত্য, ন্যায় ও দেশের কল্যাণে কাজ করি।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা এবং উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়—এটি একটি আদর্শিক পরিবার। নবীনদের আমাদের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
নবীন শিক্ষার্থীদের অনেকেই জানান, এমন আন্তরিক ও সৃজনশীল নবীনবরণে তারা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন। একজন নবাগত বলেন, এই আয়োজন দেখে বুঝতে পারছি ছাত্রদল শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।
নবীনদের উদ্দেশে আরও বক্তব্যে বলা হয়, আপনারা আজ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আগামী দিনে তারাই নেতৃত্ব দেবেন গণতন্ত্র ও শিক্ষার মঞ্চে।
অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। বক্তারা বলেন, “শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেম—এই তিন মূলনীতি নিয়ে ছাত্রদল এগিয়ে চলেছে।
অনুষ্ঠান শেষে নবীনদের সঙ্গে ছবি তোলা ও আলোচনার মাধ্যমে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
এই নবীনবরণ অনুষ্ঠানটি প্রমাণ করেছে ছাত্রদল কেবল রাজনীতি নয়, ভালোবাসা, শিক্ষা ও মানবিকতার চর্চা করে থাকে।
অনুষ্ঠানটি কলেজ প্রশাসনের পক্ষ থেকেও প্রশংসিত হয়েছে। অনেক শিক্ষক বলেন, এমন সুসংগঠিত ও শিক্ষামূলক আয়োজন ছাত্ররাজনীতির ইতিবাচক দিক ফুটিয়ে তোলে।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।এটি শুধুই একটি নবীনবরণ নয়, বরং ভবিষ্যতের নেতৃত্ব তৈরির একটি কার্যকর পদক্ষেপ—এমনটাই জানান আয়োজকরা।
শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নবাগতদের ভবিষ্যত সফলতা কামনা করে দোয়া করা হয়।