সাইফুল ইসলাম, গাবুরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে ইউনিয়নের চকবার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেষ রাতে চকবার এলাকার কাসেম সরদারের বাড়ির পাশে একটি হরিণকে কয়েকটি কুকুর তাড়া করতে দেখে স্থানীয়রা। প্রাণভয়ে হরিণটি ছোটাছুটি শুরু করলে কাসেম সরদার ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে সেটিকে অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে আনেন। পরে বন বিভাগের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণটি উদ্ধার করে নিয়ে যান।
উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা কাসেম সরদার বলেন, “ভোররাতে হঠাৎ দেখি কয়েকটি কুকুর একটি হরিণকে ঘিরে ধরেছে। বিষয়টি দেখতে পেয়ে আমি অন্যদের ডেকে আনি এবং সবাই মিলে চেষ্টা করে হরিণটিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিই। বন বিভাগকে খবর দিলে তারা এসে হরিণটি নিয়ে গেছে।”
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সংশ্লিষ্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা হরিণটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং এটি সম্পূর্ণ সুস্থ। তিনি বলেন, “আমরা হরিণটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই একে সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।”
সুন্দরবন সীমান্তবর্তী এলাকায় প্রায়ই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার ঘটনা ঘটে। এ বিষয়ে সচেতনতা প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বন্যপ্রাণী রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপ ও বন বিভাগের তড়িৎ উপস্থিতির ফলে একটি বন্যপ্রাণীর জীবন রক্ষা পাওয়ায় এলাকায় সন্তোষ বিরাজ করছে।