মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
অবশেষে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের অনুষ্ঠিত বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচনে বিজয়ী হয়েছে ত্যাগী ও জনভিত্তিসম্পন্ন প্রার্থীদের প্যানেল। দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীরা এবার প্রমাণ করলো, মানুষের ভালোবাসা অর্জনই প্রকৃত শক্তি।
শুক্রবার (০৩/১০/২৫) অনুষ্ঠিত ভোটে ২৭ জন প্রার্থীর মধ্যে মাসিদুর রহমান বাবু ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন প্যানেল থেকে ২১ জন প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করেন। স্থানীয় ভোটাররা জানান, এ প্যানেলের প্রার্থীরা সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন। এ কারণেই সাধারণ ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতি সম্মান জানিয়েছেন।
এ বিজয়কে ত্যাগী নেতাকর্মীদের বিজয় হিসেবে দেখছেন বিএনপির স্থানীয় নেতারা। তারা বলেন, এই রায় আওয়ামী লীগপন্থী সুবিধাবাদী ও হঠাৎ উদয় হওয়া প্রার্থীদের জন্য একটি বার্তা। যারা রাজপথে ছিল না, তাদের পক্ষে জনগণ দাঁড়ায়নি।
নবনির্বাচিত সভাপতি মাসিদুর রহমান বাবু বলেন, এই বিজয় জনগণের বিজয়, ত্যাগের বিজয়। আমরা চেষ্টা করবো সংগঠনকে আরও শক্তিশালী করতে।
স্থানীয়রা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে বিএনপির প্রকৃত কর্মীরা মূল্যায়িত হলেন এবং ভবিষ্যতে সংগঠন আরও সুসংগঠিত হবে।
আলহামদুলিল্লাহ।