মিজানুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি,
সাতক্ষীরা কলারোয়া উপজেলা যুগিখালি জাতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ব্যাতিক্রমি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে, বুধবার (০৫ নভেম্বর) বিকাল হতে অধ্যরাত ঘটিকার সময় পর্যন্ত যুগিখালি ( যুবসংঙ্গ) সংগঠনটি যুগিখালি বাজার সংলগ্ন সান্ডিলের (তিন একর) বিশাল পুকুরে ভাসমান স্টেজে এ হাডুডু খেলার আয়োজন করে। যুগিখালি যুবসংঙ্গের এ খেলায় যুবসংঙ্গের কমিটির সভাপতি মোঃ লিটন হোসেনের সঞ্চালনায় ও কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রকামনা বিষায়ক সম্পাদক ও সাতক্ষীরা ১ আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও বাংলাদেশের সুপরিচিত খেলোয়াড় টায়গার কবিরের সহ লাখো মানুষের দর্শক স্রোতা।
এ খেলায় আট টি দল অংশ গ্রহন করে। এতে পাইকপাড়া হাডুডু টিম প্রথম স্থান ও বালিয়াডাঙ্গা দ্বিতীয় স্থান লাভ করে। প্রতিযোগিতা অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে প্রথম পুরুষ্কার একটি গরু, ও দ্বিতীয় পুরুষ্কার একটি ছাগল উপহার দেওয়া হয়।
মিজানুর রহমান সাতক্ষীরা