ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের চেতনা ও স্বাধীনতার আদর্শকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির, কেন্দ্রীয় নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ, ৭ নং আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আয়ুব আলী, বালিয়াডাঙ্গী উপজেলা শূরা ও কর্মপরিষদের সদস্য ২নং চারোল ইউনিয়নের আমির অধ্যাপক মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা হায়দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ ও নেতা-কর্মীবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ঈমানি চেতনা ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। স্বাধীনতার প্রকৃত অর্থ কেবল ভূখণ্ডের মুক্তি নয়; বরং মানুষের অধিকার, ন্যায়বিচার ও আল্লাহর বিধানের প্রতিষ্ঠা। এই আদর্শ বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম বলেন,
“ইতিহাসের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে নেতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে; কিন্তু স্বাধীনতার মূল নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। ন্যায়, ইনসাফ ও মানুষের মর্যাদা—এই মূল্যবোধই ছিল আমাদের স্বাধীনতার মূল প্রেরণা। আজও যদি আমরা সেই নীতিতে অবিচল থাকি, তবেই স্বাধীনতার প্রকৃত মর্যাদা রক্ষা হবে।”
তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদেরকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের শপথ নিতে উদ্বুদ্ধ করে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।