ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজবাড়ী জেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অষ্টম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহিনুর আক্তার শানু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিরুল ইসলাম।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান ও ফজলে রাব্বি।
পরবর্তীতে পূর্ববর্তী কমিটির সভাপতি রিফাহ নানজিবা বৈশাখী এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব ও নথিপত্র হস্তান্তর করেন। পাশাপাশি সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি শাহিনুর আক্তার শানু ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম সকলের সহযোগিতায় একটি আরও ঐক্যবদ্ধ ও উজ্জীবিত সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।