মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
সুন্দরবনের পরিবেশ সুরক্ষা ও এই অঞ্চলের অমূল্য সম্পদকে পলিথিনমুক্ত করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে এবার বিশেষ সম্মাননা অর্জন করলেন শ্যামনগর উপজেলার উপকূলীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ আব্দুল হালিম। পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ এই অবদানের জন্য তাঁকে পুরস্কার প্রদান করেছে পরিবেশবাদী সংগঠন 'রূপান্তর'।
রূপান্তর-এর কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিমের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
সুন্দরবনের প্রতি সাংবাদিক আব্দুল হালিমের গভীর দায়বদ্ধতা এবং পরিবেশ সুরক্ষায় তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলোর স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ দূষণ, বিশেষত পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে তাঁর ধারাবাহিক প্রতিবেদনগুলি স্থানীয় প্রশাসন ও জনমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
পুরস্কার গ্রহণকালে মোঃ আব্দুল হালিম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সুন্দরবন আমাদের শ্বাস-প্রশ্বাস। এর পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সাংবাদিক হিসেবে এই দায়িত্বটুকু পালন করতে পেরে আমি আনন্দিত। রূপান্তর-এর এই স্বীকৃতি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।
রূপান্তর-এর পরিচালক শাহাদত হোসেন বাচ্চু বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সুন্দরবনের মতো একটি সংবেদনশীল অঞ্চলের পরিবেশ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। মোঃ আব্দুল হালিম সেই গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই পুরস্কার অন্যদেরও পরিবেশ সুরক্ষার কাজে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে অন্যান্য পরিবেশকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকলেই সুন্দরবনের পরিবেশ রক্ষায় মোঃ আব্দুল হালিমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।