নিজস্ব প্রতিবেদক,
রাজনীতি যখন কেবল ক্ষমতার হাতিয়ার, তখন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। দীর্ঘ সময় সফলভাবে মেম্বার (ইউপি সদস্য) হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁর মানবিক কর্মকাণ্ড তাঁকে পরিণত করেছে এক গণমানুষের নেতায়। বর্তমানে পুরো ইউনিয়নবাসী তাঁকে স্থায়ীভাবে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে পাশে পেতে ঐক্যবদ্ধ।
সাইফুল ইসলাম বাচ্চু হঠাৎ করে আসা কোনো নেতা নন। তিনি দীর্ঘ সময় মেম্বার হিসেবে তৃণমূলের মানুষের সাথে মিশে থেকে তাদের নাড়ির খবর জেনেছেন। সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞান আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্রয়োগ করছেন তিনি। মেম্বার থাকাকালীন তাঁর সততা ও কর্মনিষ্ঠা তাঁকে আজ ইউনিয়নের অভিভাবকের আসনে বসিয়েছে। স্থানীয়রা বলছেন, “তিনি আমাদের ঘরের লোক, আমাদের প্রতিটি সমস্যা তিনি নিজের মনে করে সমাধান করেন।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তিনি ইউনিয়ন পরিষদকে পুরোপুরি ‘দালাল ও বাটপারমুক্ত’ করেছেন। সেবা নিতে আসা কোনো নাগরিককে এখন আর তৃতীয় পক্ষের দ্বারস্থ হতে হয় না। ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। এ প্রসঙ্গে চেয়ারম্যান বাচ্চু বলেন “আমি মেম্বার থাকা অবস্থা থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করেছি। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমার একটাই নীতি—ন্যায়বিচার। এখানে কোনো আপন-পর নেই, দল-মত নির্বিশেষে মানুষ যেন তাঁর প্রাপ্য অধিকার পায়, সেটাই আমার লক্ষ্য।”
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সাবেক স্বৈরাচারী শাসনের দোসররা তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার ও প্রমাণহীন সংবাদ প্রকাশ করলেও তাতে সাধারণ মানুষের সমর্থনে বিন্দুমাত্র চিড় ধরেনি। বরং ইউনিয়নবাসী মনে করেন, সৎ পথে আছেন বলেই তিনি ষড়যন্ত্রের শিকার। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটি আজ পুরো ইউনিয়নের বৃদ্ধ থেকে শিশু—সবার ‘চোখের মণি’।
খাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ তাকে নিয়েই আগামীর স্বপ্ন দেখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সাইফুল ইসলাম বাচ্চু চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় শান্তি বিরাজ করছে। অসহায় ও দুস্থরা সরাসরি তাঁর কাছ থেকে সাহায্য পাচ্ছেন। এ কারণে তারা চান, আগামী নির্বাচনেও তিনি চেয়ারম্যান হিসেবে জয়ী হয়ে এলাকার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
একজন প্রবীণ বাসিন্দা বলেন
“আমরা মেম্বার হিসেবেও তাঁকে দেখেছি, এখন চেয়ারম্যান হিসেবেও দেখছি। এমন চরিত্রবান ও সাদা মনের মানুষ এই উপজেলার ইতিহাসে বিরল। আমরা তাঁকে ছাড়া আর কাউকে চেয়ারম্যান হিসেবে ভাবতে পারছি না।”
সততা, সাহসিকতা আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার সংমিশ্রণে সাইফুল ইসলাম বাচ্চু আজ শুধু একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি হয়ে উঠেছেন সুন্দর ও সমৃদ্ধ খাজরা ইউনিয়ন গড়ার প্রধান কারিগর।