মোঃ শহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে রহিমপুর বিজিবি ক্যাম্পের সামনে জামালপুর–রৌমারী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ ইনসার আলী মিয়াজী। সঞ্চালনায় ছিলেন মোঃ মুফিজ উদ্দিন পাটুয়ারী। প্রধান অতিথি ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জেকে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলহাজ উদ্দীন,মোঃ শফিউল আলম ফর্সা সাধারণ সম্পাদক,মোঃশাখাওয়াত হোসাইন( বিশিষ্ট সমাজসেবক) মোঃআকরাম হোসেন (যুগ্ন সাধারণ সম্পাদক) মোঃ সেলিম রেজা বিশিষ্ট সমাজ সেবক,মোঃ ফরহাদ হাসান, মোঃ আঃ রউফ,বিশিষ্ট ব্যবসায়ী কোনাবাড়ী,মোঃএরশাদ হোসেন, মোঃলোকমান হোসেন,মোঃ রাসেল মাহমুদ মোস্তফা,মোঃ ইঞ্জিনিয়ার হারুন,মোঃনাজমুল হোসেন,মোঃ আনিছ মিয়া মোঃলিটন মিয়া ও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন—
প্রধান অতিথি মোঃ মনিরুল ইসলাম সওদাগর বলেন, “মাদক শুধু একজন যুবককে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে।”
বিশেষ অতিথি মোঃ সেলিম মিয়া জেকে বলেন, “মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক কঠোরতা যেমন জরুরি, তেমনি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই তারা মাদকের পথে যাবে না।”
পুলিশ কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, জনগণকে সচেতন হতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেন, তবে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
বক্তারা আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসন একসাথে কাজ করলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
মোঃশহিদুল ইসলাম
জামলপুর
০১৭৬৩২৯৮৪৪৪