সাইফুল ইসলাম, গাবুরা ইউনিয়ন প্রতিনিধি
শ্যামনগরের গাবুরাতে গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গাস্ট) উপকূলীয় ক্রিকেট টুনার্মেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার(১২ডিসেম্বর) বিকাল ৩টা থেকে গাবুরার ৯ নং সোরা সাইক্লোন শেল্টারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাস্ট ক্রিকেট আসরের উপদেষ্ঠা মন্ডলীর সদস্যগণ কমিটির সদস্য, ক্রিড়ানুরাগী ব্যাক্তিবর্গগন।

আলোচনা রাখেন গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গাস্ট) এর আসর সভাপতি অয়েজকুরী বাবুল, সুর্যতরুণ সংঘের সাবেক সভাপতি আবু তালেব সাগর, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাস্টার ফরহাত হোসেন, মনিরুজ্জামান মনির, শাহীন আলম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার,বক্তারা বলেন গাবুরার তরুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, উপকূলীয় গাবুরায় কোন খেলার মাঠ না থাকায় ক্রিড়া বিমুখ হয়ে পড়েছে মানুষ। গাস্ট কমিটির অবদানে ইউনিয়নে প্রতিবছর ফুটবল ও ক্রিকেট আসর অনুষ্ঠিত হয়। এ বছর বৃহৎ পরিসরের ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ৮ দলের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে গাবুরার ৯ নং সোরায়