সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরার কালিগঞ্জে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, হামলা, ছিনতাই ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী এস. এম নাসির উদ্দিন (৩৫)। এ ঘটনায় তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী এস. এম নাসির উদ্দিন কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও একটি দৈনিক পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ভোমরা স্থলবন্দরভিত্তিক আমদানি-রপ্তানি ব্যবসায়ী এবং “মেসার্স মা এন্টারপ্রাইজ”-এর স্বত্বাধিকারী। তার অফিস নাজিমগঞ্জ বাজারে অবস্থিত।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক কারবারি, চোর, ডাকাত ও সীমান্ত চোরাচালানকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রশাসনকে তথ্য সহায়তা দিয়ে আসায় ওই চক্রের সদস্যরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন